মাত্র কয়েক ফোঁটা নিয়ে নিন অথবা প্রয়োজন মতো। এরপর মাথার স্কাল্পে ভালো করে মাসাজ করুন। রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্যাবহার করাই উত্তম।অবশ্যই চুল/মাথার স্কাল্প পরিষ্কার থাকতে হবে। প্রতিদিন একবার ব্যাবহার করলেই হবে। এটা লাগানর পরে ওয়াশ করারও প্রয়োজন নেই। সারারাত মাথায় রেখে দিতে পারেন।